রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ১১ডিসেম্বর ২০২২ : একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, মেহের আফরোজ, শিরীন আখতার এবং ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।

সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল,২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৈঠকে জানানো হয় বর্ণিত কোর্সের নাম ডিপিএড এর পরিবর্তে প্রাথমিক শিক্ষক মৌলিক প্রশিক্ষণ এবং এ কোর্সের মেয়াদ ১০ মাস করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বর্তমান সরকারের চলতি মেয়াদে ঢাকা শহরে বেশ কিছু সংখ্যক দৃষ্টিনন্দন বিদ্যালয় নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে তা সরেজমিনে পর্যবেক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে শিশুদের খেলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের মাঠগুলো সংস্কারের জন্য প্রকল্প গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৮   ২২৮ বার পঠিত