নারায়ণগঞ্জের আড়াইহাজারে নূরে আলম (৪০) নামে এক অটোরিকশা চালককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ শফিকুল নামে গ্যারেজ মালিককে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ‘কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক নূরে আলম মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শফিকুলের গ্যারেজে তার গাড়ির চাকা ঠিক করতে যায়। এ সময় চাকা ঠিক করা নিয়ে দুইজনের প্রথমে মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় গ্যারেজের মালিক শফিকুল অটোরিকশা চালককে কিল ঘুষি মারতে থাকে। পরে নূরে আলমকে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে নূরে আলম মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, খুনের ঘটনায় শফিকুলকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮:০৬:০৯ ৩৫৭ বার পঠিত #আড়াইহাজার #নারায়ণগঞ্জ