মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জুড়ীর কচুরগুল নালাপুঞ্জি সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় নারী, শিশুসহ কয়েকজন ব্যক্তিকে আটক করেন তারা।
আটককৃত ব্যক্তিরা হলেন, উখিয়া উপজেলার তাইংখালী গ্ৰামের মো. ইসমাঈল (১৬), কুতুপাল ক্যাম্পের সায়েদ (১৮), নূর কামাল, তহসিন মোহাম্মদ, সিনুয়ারা (৩০), আমিরা (৪), রায়হান (৪২), তাহেরা বিবি (২০) ও শহিদা বিবি (১৯)।
জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় সন্দেহজনক নয়জনকে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
জুড়ী থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশী। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:০৭:২১ ২৫১ বার পঠিত