নারায়ণগঞ্জ বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বন্দর সিরাজদ্দোলাহ মাঠ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেন।
এদিন সকাল ৯টা থেকে বন্দর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তি যোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, জাতীয় পাঠি, শিক্ষাপতিঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি জানান।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ, বন্দর উপজেলা প্রশাসনের পক্ষেউপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা, পুলিশ প্রশাসনের পক্ষে বন্দর থানা অফিসার ইনর্চাজ মো: আবু বক্কর সিদ্দিক শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আব্দুল লতিফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি ও বন্দর উপজেলার ভাইস- চেয়ারম্যান মো: সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক হুমাউন কবির মৃধা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাছান আরিফ, জেলা যুবলীগ
নেতা খাঁন মাসুদ, সাবেক স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুর রহমান কমল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হাজী আহম্মেদ তুষার মাইনউদ্দিন, যুবলীগ নেতা মাসুম, ডালিমসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পাঠি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা বৃন্দৃ।
বাংলাদেশ সময়: ২২:৫৯:২৮ ৩১৪ বার পঠিত