বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুস্থ সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসা জরুরি। এতে দেশ ও সমাজ উপকৃত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর ২৮তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিল্প প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম।
আলোচনা শেষে চলচ্চিত্র, টেলিভিশন, নৃত্য ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পীদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৪   ২২৭ বার পঠিত