বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৬ জন বীর যোদ্ধা নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বনানীস্থ নৌ-সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাগরিকা হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেন লে. জেনারেল অনিল কুমার লাম্বা (অব.)। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং নৌ-সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় যোদ্ধাদের বিভিন্ন অবদানের কথা স্মৃতিচারণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

এর আগে ভারতীয় প্রতিনিধি দলটি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সফরের অংশ হিসেবে উক্ত প্রতিনিধি দলটি বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ছয়দিনের রাষ্ট্রীয় সফরে আসা প্রতিনিধি দলটি আগামী ১৯ ডিসেম্বর ভারতে প্রত্যাবর্তনের আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৮   ১৯৫ বার পঠিত