শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

সরিষাবাড়ীতে ইউরিকা কিন্ডারগার্ডেন এন্ড ক্যাডেট কোচিংয়ের ৩য় শাখার শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইউরিকা কিন্ডারগার্ডেন এন্ড ক্যাডেট কোচিংয়ের ৩য় শাখার শুভ উদ্বোধন
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর : “বাস্তবমুখী সৃজনশীল শিক্ষাই আমাদের মূল লক্ষ্য এই স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে অন্যতম সুনামধন্য ইউরিকা কিন্টারগার্ডেন এন্ড ক্যাডেট কোচিংয়ের ৩য় শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার রেলগেট সংলগ্ন এ শাখার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাটারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে এবং ইউরিকা কিন্ডার গার্ডেন এন্ড কোচিংয়ের তৃতীয় শাখার পরিচালক হাবিবুর রহমান রতনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউরিকা কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক আহসান হাবিব লাভলু এবং শিক্ষা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রোকন উদ্দিন(বিএসসি)।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জিএস, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তালেব উদ্দিন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ আরো অনেকেই।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, নুরুল ইসলাম, অধ্যাপক মেহেদী হাসান জুয়েল, শিক্ষক আরিফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলজার হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীগণ, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫২   ৪৪৬ বার পঠিত