রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ৩৬ হাজার ইয়াবা সহ আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে ৩৬ হাজার ইয়াবা সহ আটক ৩
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



---

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আসারিয়ার চর এলাকা থেকে ৩৬ হাজার ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।

রববার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জুবাইদ ভূইয়া ওরফে বিদ্যুৎ (৩০), মামুন (৫২) ও আব্দুল আউয়াল সিদ্দিক (৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামক একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র ঢাকায় আসছে। ও-ই সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন’র নেতৃত্বে একটি আভিযানিক দল ভোর থেকে আসাঢ়িয়ার চর নামক স্থানে পুলিশ চেকপোস্টে অবস্থান নেয়। আভিযানিক দলটি রিলাক্স কিং পরিবহনের একটি বাস থামায়। তখন গাড়ির সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, গাড়ির পিছনের সিটের নিচে বডির মধ্যে ফিটিং করা অবস্থায় ইয়াবা রয়েছে। আভিযানিক দলটি এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়ির পিছনের বডির একটি অংশ খুললে সেখানে ২ প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা পায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।

এবিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান- এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তারা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য। এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪৫   ৪০২ বার পঠিত