বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা সরগম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা সরগম
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা সরগম

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় মিসেস সুন্দরী খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী সরগম কৌশল। জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। ৬২ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এ খেতাব জিতলেন তিনি।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড ২০২২ প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর শেয়ার করে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম’।

এই মুকুট জয়ে উচ্ছ্বসিত সরগম। তিনি বলেন, ‘২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এ খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে’।

জানা যায়, ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসাবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।

প্রসঙ্গত, বিবাহিতদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিলস ‘মিসেস উইমেন অব দি ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এ মুকুট। এবার নিয়ে দ্বিতীয়বার এ মুকুট গেল ভারতে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩৪   ১৮৭ বার পঠিত