আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, গত ১৪ বছরে দেশে একের পর এক মেগা প্রজেক্ট হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা। কিন্তু এটি বিএনপির ভালো লাগে না।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদের উদ্যোগে ‘বিজয়ের ৫২ বছর ও আমাদের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি, যারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা সরকারের সফলতাকে নস্যাৎ করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। দেশের ইতিহাসকে স্বীকৃতি দেয় না, আইন মানে না, কোর্ট-কাচারি মানে না, গায়ের জোরে ক্ষমতায় যেতে চায়, অসাংবিধানিক উপায়ে পেছন দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমনন্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে বিএনপির নেতারা এত কথা বলেন! আপনাদের সময় শুধু একটা উন্নয়ন দেখান, যেটা অনুপ্রেরণামূলক ছিল। আজকের উন্নয়ন দেখেন অকল্পনীয়। পদ্মা সেতু আমরা করেছি, কর্ণফুলী টানেল করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জনপ্রিয় নেত্রী মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের কথা বাদ দিলেও বিশ্বময় শেখ হাসিনার যে নেতৃত্ব, যে দক্ষতা, তার যে জনপ্রিয়তা, সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। তিনি ইতিহাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেত্রী হয়ে গেছেন।’
কামরুল ইসলাম বলেন, বিএনপি আজকে রাষ্ট্র যন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। বিএনপি সংবিধান মানে না তারা অনির্বাচিত সরকার চায়। এ ইস্যু নিয়ে আলোচনার সুযোগ নেই। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটি তাদের ব্যক্তিগত বিষয়।
বাংলাদেশ সময়: ২২:৪০:০২ ২৪৬ বার পঠিত