বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘন কুয়াশায় কারণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘন কুয়াশায় কারণে
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শীত যেন জেঁকে বসেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। এতে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দর কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারেনি। বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, উড়োজাহাজ ওঠানামা করার জন্য দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কমপক্ষে এক হাজার মিটার থাকার কথা। তবে সকাল সাড়ে নয়টা পর্যন্ত দৃষ্টিসীমা ২০০ মিটার আছে। এতে সকালের কোনো উড়োজাহাজ এখনো অবতরণ করতে পারেনি। এদিকে আজ সকালে সৈয়দপুরের তাপমাত্রা রেকর্ড করা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, মূলত শীতকালে এ ধরনের সমস্যা হয়ে থাকে। আবহাওয়ার উন্নতি হলে উড়োজাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০১   ২১৪ বার পঠিত