নাশকতা মামলায় রিমান্ডের শুনানি হয়নি গোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. জুলহাস সরদারের।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে পুলিশ তার ৭ দিনের রিমান্ডের আবেদন করে। কিন্তু এ মামলার মূল রেকর্ড জজ কোর্টে থাকায় এদিন কোন শুনানি হয়নি। মূল নথিপত্র প্রাপ্তি হওয়ার পর পরবর্তি শুনানির দিন ধার্য্য করা হবে।
এ বিষয়ে আদালতের উপ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান খান জানান, নারায়ণগঞ্জ থানার একটি রাজনীতি মামলায় মো: জুলহাস সরদারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে তোলা হয়।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছিলো। কিন্তু এ মামলার মূল রেকর্ড জজ কোর্টে থাকায় এদিন কোন শুনানি হয়নি। মূল নথিপত্র প্রাপ্তি হওয়ার পর পরবর্তি শুনানির দিন ধার্য্য করা হবে। মামলা নং ৩৫/১১।
এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ মামলায় মো: জুলহাস সরদারকে গোগনগর এলাকা থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:১১:৫৮ ৩২৫ বার পঠিত