রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

এশিয়া কাপ আরচারিতে রৌপ্যপদক জিতলেন বাংলাদেশি রুবেল

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপ আরচারিতে রৌপ্যপদক জিতলেন বাংলাদেশি রুবেল
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



এশিয়া কাপ আরচারিতে রৌপ্যপদক জিতলেন বাংলাদেশি রুবেল

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-৩ তে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশি আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রৌপ্য জিতেছেন তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) শারজায় অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনাল ম্যাচে কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের বিপক্ষে খেলতে নেমেছিল রুবেল। কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত ৪-৬ সেটে হেরে যান তিনি। তাতে রুবেলকে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয়।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. সাগর ইসলাম ও মো. মিশাদ প্রধান) ব্রোঞ্জপদকের ম্যাচে ২-৬ সেটে কাজাখস্তানের নিকট পরাজিত হয়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও ফামিদা সুলতানা নিশা) ব্রোঞ্জপদকের ম্যাচে ৩-৫ সেটে উজবেকিস্তানের নিকট পরাজিত হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টে বাংলাদেশের অর্জন ১টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জপদক। বাংলাদেশ দল সোমবার সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২১   ১৯৯ বার পঠিত