বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

দিনাজপুরে মণপ্রতি ধানের দাম কমেছে ১৫০ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে মণপ্রতি ধানের দাম কমেছে ১৫০ টাকা
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



দিনাজপুরে মণপ্রতি ধানের দাম কমেছে ১৫০ টাকা

দিনাজপুরে মণপ্রতি ধানের দাম কমেছে ১০০ থেকে ১৫০ টাকা। এবার উৎপাদন খরচ বাড়লেও ভালো ফলন আর ভালো দাম পাওয়ার আশায় লাভের অঙ্ক কষছিলেন কৃষকরা। কিন্তু হঠাৎ করে ধানের দাম কমে আসায় হতাশ তারা।

জানা গেছে, শুরুতে আমনের ভালো দাম পান কৃষকরা। তবে আমদানি বেশি হওয়ায় মোটা ধান প্রতি মণে কমেছে ১০০ থেকে ১৫০ টাকা।

দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ হাটে বুধবার (২৮ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন যানবাহনে কৃষকরা ধান নিয়ে হাটে যান। গত এক সপ্তাহের চেয়ে প্রতি মনে কমেছে ১০০ থেকে ১৫০ টাকা। স্বর্ণ, গুটি স্বর্ণ ও সুমন স্বর্ণ প্রতিমণ বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১১০০ টাকা। জিরা কাটারি ও সম্পা কাটারি প্রতি মণ ২৩০০ থেকে ২৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষকদের অভিযোগ, বাজারে যে দাম পাচ্ছেন তাতে উৎপাদন খরচেই তেমন উঠছে না।

তবে চাল ব্যবসায়ীরা বলছেন, মোটা ধানের দাম সামান্য কমলেও চিকন ধানের দাম বেড়েছে।

মিল মালিক রিদওয়ানুর হোসেন বলেন, বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করে তেমন লাভ হয় না। ধানের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই চালের দাম নির্ধারণ করতে হয় বলে জানান তিনি।

চলতি মৌসুমে জেলায় খাদ্য অধিদফতর মিলারদের কাছ থেকে ৪৭ হাজার ৬৮৮ টন চাল এবং ১৪ হাজার ৪০০ টন ধান কৃষকদের কাছ থেকে কিনবেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:১৪   ১৯০ বার পঠিত