মাত্র এক সপ্তাহের ব্যবধানে নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। তবে কম দামে সাধারণ ক্রেতারা খুশি হলেও কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোর থেকে নাটোরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, মুলা, আলু, বেগুনসহ নানা ধরনের সবজি বিক্রি করেন কৃষকরা। আর প্রতিদিনই এই পাইকারি বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে এসেছে।
আজ নাটোর শহরের স্টেশন বাজারে প্রতি কেজি ফুলকপি ৬ থেকে ৮ টাকায়, টমেটো ২৫ থেকে ৩০, শিম ১০ থেকে ১২, মুলা তিন, বেগুন ৬ থেকে ১০, আলু ১৮ থেকে ২০ এবং বাঁধাকপি ৬ থেকে ১০ ও লাউ ১৫ থেকে ২০ টাকায় পিস প্রতি বিক্রি হচ্ছে।
কৃষক আবদুল আলিম বলেন, সার, সেচ খরচ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। প্রতি বিঘা সবজি উৎপাদনে ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হলেও বর্তমান দামে বিক্রি হবে ১৫ হাজার টাকায়। এর ফলে তারা লোকসান গুনবেন বলে জানান।
এ ছাড়া কৃষকরা উৎপাদন খরচ নির্ধারণ করে দাম নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।
ক্রেতা মামুন জানান, নিত্যপ্রয়োজীয় দ্রব্যের দাম বেড়ে গেলেও চলতি সপ্তাহে দাম কমে আসায় তারা অতিরিক্ত সবজি কিনতে পারছেন।
আড়তদার আরিফ হোসেন বলেন, ক্রেতার চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় দাম কমে এসেছে।
নাটোর শহরের স্টেশন বাজারে প্রতিদিন ৪০ থেকে ৪৫ লাখ টাকার সবজি বিক্রি হয়।
বাংলাদেশ সময়: ১৫:০৮:১৮ ২১৬ বার পঠিত