কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোয়েপেটে একটি হোটেল-ক্যাসিনো ভবনে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কম্বোডিয়ান পুলিশের একটি রিপোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বুধবার আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ জন মারা গেছে এবং ৩০ জন আহত হয়েছে।
সংবাদমাধ্যম নম পেন পোস্টের তথ্য অনুযায়ী, পোয়েপেট নগর প্রশাসনের প্রধান এনহেম ফোয়েং বলেন, বৃহস্পতিবার সকালের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্যাসিনোতে বেশির ভাগ কম্বোডিয়ান ও থাই কর্মচারী মারা গেছে।
এ ছাড়া আহতদের থাইল্যান্ডের পার্শ্ববর্তী সা কাইও প্রদেশের অরণ্যপ্রথেত শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে এবং আগুন নিয়ন্ত্রণে থাইল্যান্ড থেকে অগ্নিনির্বাপক যান এবং জরুরি কর্মী পাঠানো হয়েছে।
সূত্র : আলজাজিরা
বাংলাদেশ সময়: ১২:৪৭:৫৮ ২২১ বার পঠিত