ইসমাইল হোসেন জামালপুর: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ২০২২-২৩ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেছে সরিষাবাড়ী খাদ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সরিষাবাড়ী খাদ্য গুদামের আয়োজনে এ ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।
এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, ওসি এলএসডি সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ ও ডিলারগণ সহ ইলেকট্রনিক ও প্রিমিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরিষাবাড়ী খাদ্য অধিদপ্তর সূত্র জানান, এবার চলতি আমন মৌসুমে ১৫৭৬ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরিষাবাড়ী উপজেলা খাদ্য অধিদপ্তর। তন্মধ্যে ৮১২ মেট্রিক টন ধান এবং ৭৬৪ মেট্রিক টন সিদ্ধ চাল। ধানের প্রতি কেজি ২৮ টাকা এবং চালের প্রতি ৪২ টাকা দর নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৫৭৭ মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি হয়েছে বলে সরিষাবাড়ী খাদ্য অধিদপ্তর সূত্র জানায়।
চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০:৫৮:৪২ ২৪৭ বার পঠিত