মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আবারো কয়লা আমদানি শুরু হয়েছে। ফুলবাড়ী গুপ্তা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ঝাড়খণ্ড থেকে এসব কয়লা আমদানি করছে।
গুপ্তা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে কয়লার চাহিদা থাকায় ভারতের ঝাড়খণ্ড থেকে কয়লা আমদানি করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনেই ৫ ট্রাকে ১২৯ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়। ভারত থেকে ৯৫ ডলার মূল্যে প্রতি টন কয়লা আমদানি করা হচ্ছে। যা বাংলাদেশি টাকায় প্রতি টন কয়লার আমদানি মূল্য পড়ছে ৯ হাজার ৭৫৩ টাকা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এক বছর বন্ধ থাকার পর আবারো হিলি দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে পাঁচ ট্রাকে ১২৯ মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে। কাস্টমসের পরীক্ষণ শুল্কায়ন শেষে কয়লা দ্রুত খালাস করে আমদানিকারকরা কয়লা নিয়ে যেতে পারবেন। সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৫:০৬:৫২ ২৩৪ বার পঠিত