শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, করোনার অভিঘাত সফলভাবে মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। দেশের ভৌত অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত উন্নয়ন কর্মসূচিসমূহও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
মন্ত্রী আজ রাজধানীর আশকোনাস্থ নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মিলনায়তনে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, করোনা অতিমারীর সময়ে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি যখন টালমাটাল, তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। বৈশ্বিক মন্দা চলাকালীনও দেশের মেগা প্রকল্পসমূহ থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ইতোমধ্যে পদ্মাসেতু ও মেট্রোরেল উদ্বোধন হয়েছে।
মন্ত্রী বলেন, ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি করোনা পরবর্তী সংকট থেকে উত্তরণের জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে উপকারভোগীর সংখা বাড়িয়েছে। মন্ত্রী করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৩:০৫   ২৩১ বার পঠিত