শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তেলেসমাতি, চাঁদাসহ আটক যুবক চুরির মামলায় আদালতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তেলেসমাতি, চাঁদাসহ আটক যুবক চুরির মামলায় আদালতে
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তেলেসমাতি, চাঁদাসহ আটক যুবক চুরির মামলায় আদালতে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় ইয়াছিন (৪০) নামে এক চাঁদাবাজকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্প পুলিশ।

পরে তাকে রাতেই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ রহস্যজন কারণে তাকে চাঁদাবাজির মামলা না দিয়ে পুরোনো একটি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) আদালতে পাঠায়।

এ ঘটনায় পরিবহন শ্রমিক ও স্থানীয়দের মাঝে পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গ্রেপ্তারকৃত ইয়াছিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হাউজিং ফকির বাড়ি এলাকার মৃত দায়মুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

জানতে চাইলে এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শরফুদ্দিন বলেন, একটি পরিবহনে চাঁদাবাজিকালে চাঁদাবাজির সাতশ পঞ্চাশ টাকাসহ ইয়াছিনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিষের কাছে হস্তান্তর করেন।

এ সময় দেবাশিষ সংশ্লিষ্ট পরিবহনের চালকের কাছ থেকে মামলা নথিভুক্ত করার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন শেষে ইয়াছিনকে থানায় নিয়ে যায়। এরপর কি হয়েছে জানা নেই।

তিনি আরও বলেন, ইয়াছিন একজন চিহ্নিত পরিবহন চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে গাড়ীর চালক ও হেল্পারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলন করে আসছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিষ জানান, ওসি স্যারের সাথে আলোচনা করে গ্রেপ্তারকৃত ইয়াছিনকে পুরোনো একটি চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, ইয়াছিনকে থানায় নিয়ে আসার পর এ ঘটনায় মামলার করার জন্য কোনো বাদি পাওয়া যায় নাই। তাই তাকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫২   ২৭৪ বার পঠিত