শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২



তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে একটি কাবাবের রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। খবর এবিসি নিউজের।

আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একধরনের গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।

প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন।

তবে রেস্তোরাঁয় বিস্ফোরণ দুর্ঘটনা না কি নাশকতা সেটি এখনও স্পষ্ট নয়। কারণ দেশটির বিচার বিষয়কমন্ত্রী বেকির বোজদাগ এক টুইট বার্তায় জানিয়েছেন, ‍বিস্ফোরণ সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৩   ১৮৬ বার পঠিত