রবিবার, ১ জানুয়ারী ২০২৩

সরিষাবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া মধ্যপাড়া এলাকাবাসীর আয়োজনে প্রতিবছরের মত এবারো ৩৯তম বার্ষিক আনন্দমেলা উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ ডিসেম্বর) দুপুর হতে সন্ধ্যা নাগাদ এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে হাজার হাজার নারী পুরুষ দূর দরান্ত হতে ছুটে আসে। অনুষ্ঠানে প্রায় ৫০ হতে ৬০টি ঘোড়া বিভিন্ন জেলা উপজেলা হতে এসে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীরা তাদের ঘোড়া নিয়ে প্রথমে দাপটে, পরে কদমে অংশ নেন। পরে বিজয়ী পাঁচটি ঘোড়ার মধ্যে ফাইনাল চ্যাম্পিয়ন খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেন মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারি গ্রামের হামিদুর রহমান। প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি ২১ইঞ্চি টেলিভিশন সহ প্রত্যেককে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন আনন্দমেলার প্রধান অতিথি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

আনন্দ মেলাটি ডোয়াইল ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মাষ্টারের সভাপতিত্বে উদ্বোধন করেন ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন এবং মেলাটি পরিচালনা করেন সামিউল আলম শামীম। এতে সার্বিক সহযোগিতা করেন জাকির হোসেন জুয়েল সহ এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রতিবছর এই আনন্দমেলা উদযাপন করা হয় যুব সমাজকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ হতে দূরে রাখার লক্ষ্যে বলে জানান মেলার আয়োজক কমিটি।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০১   ২৩৬ বার পঠিত