বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

ম্যানইউ’র জয়ের দিনে পয়েন্ট হারাল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানইউ’র জয়ের দিনে পয়েন্ট হারাল আর্সেনাল
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



ম্যানইউ’র জয়ের দিনে পয়েন্ট হারাল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নেমাউথের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাব আর্সেনাল নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে। তবুও লিগের শীর্ষে অবস্থান করছে গানার্সরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ম্যানইউ। বোর্নেমাউথের বিপক্ষে ২৩তম মিনিটে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের অ্যাসিস্টে গোলটি করেন রিয়াল মাদ্রিদ থেকে ইংল্যান্ডে পাড়ি জমানো এই তারকা।

বিরতি থেকে ফিরে এসেই ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টার। এবার গারনাছোর পাস থেকে স্কোর শিটে নাম লেখান ডিফেন্ডার লুক শ। এরপর পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে তৃতীয় ও ম্যাচের সবশেষ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। এতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হ্যাগের শিষ্যরা।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে ড্র করা আর্সেনাল সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল। ১৬ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৩৬, ১৮ ম্যাচে নিউক্যাসলের নামের পাশে আছে ৩৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১২:০০:৪০   ১৬৫ বার পঠিত