বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত : পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত : পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটের সদর ও জকিগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিক স্থাপন ও কার্যক্রম জোরদারকরণ-সংক্রান্ত বিষয়ে মতিবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা যখন আমাদের পরামর্শ দেন তখন সেটি হাস্যকর মনে হয়। কারণ, বাংলাদেশ বিশ্বের মধ্যে এমন একটি দেশ, যে দেশের ৩০ লাখ মানুষ স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, দুনিয়ার আর কোথাও এমন নজির নেই। অথচ, বিদেশিরা আসে আমাদের বোঝাতে।

তিনি বলেন, এ দেশের প্রত্যেক মানুষের হৃদয়ে গণতন্ত্র আছে। তাদের দেশে নির্বাচন হলে ২৫ ভাগ মানুষ ভোট দেয়, আর আমাদের দেশে ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ভোট দেন। অথচ, তারা বড় বড় কথা বলেন। তারা নিজের দিকে তাকায় না।

ড. আবদুল মোমেন বলেন, আমরা আমাদের দেশে লুকিয়ে কিছু করি না। সবকিছু খোলামেলাভাবে করি। বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই। কিন্তু আমাদের মিডিয়াগুলো বিদেশিদের কথায় হইচই করে। মিডিয়ার কারণেই বিদেশিরা নিজেদের এই দেশের রাজা মনে করে। মিডিয়াগুলো যদি তাদের কাভার করা বন্ধ করে দেয়, তাহলে বিদেশিদেরও কথা বলা বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৪   ২০৯ বার পঠিত