শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সে বিষয়ে কাজ করছে সরকার, ইতিমধ্যে এলসি খোলার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রংপুরে তার নির্বাচনী এলাকা পীরগাছা ও কাউনিয়া উপজেলার মোট ১৫টি ইউনিয়নে দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন,

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যাপারে মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের নিত্যপণ্যের বাজার এখন অনেকটা স্থিতিশীল রয়েছে, পরে মন্ত্রী দুই উপজেলার ৪২ হাজার দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন,

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৬   ১৮৬ বার পঠিত