শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

যত্রতত্র পোস্টার লাগাতে পারবেন না : মেয়র আতিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » যত্রতত্র পোস্টার লাগাতে পারবেন না : মেয়র আতিক
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



যত্রতত্র পোস্টার লাগাতে পারবেন না : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যত্রতত্র পোস্টার লাগাতে পারবেন না। অবৈধভাবে পোস্টার, ব্যানার লাগালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদ সভায় তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কেউ পোস্টার লাগাতে পারবে না। যত্রতত্র অবৈধভাবে পোস্টার, দেওয়ালে লেখা, রেক্সিন, নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার লাগানোর ফলে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। ঢাকা শহরের সৌন্দর্য রক্ষায় এবং একটি স্মার্ট সিটি গড়তে হলে এসব বন্ধ করতেই হবে।

ডিএনসিসি মেয়র বলেন, যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে আইন রয়েছে। আমরা ডিএনসিসি থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়ে জনগণকে সাবধান করেছি। এটি আর হতে দেওয়া যাবে না। আমরা ইতোমধ্যে অভিযান শুরু করেছি। অবৈধ পোস্টার ব্যানার লাগালে কোনো ছাড় নয়।

তিনি বলেন, মেট্রোরেল জনগণের সম্পদ। আমাদের প্রধানমন্ত্রী মেট্রোরেলে পরে থাকা ময়লা নিজ হাতে পরিষ্কার করেছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের স্বপ্নের মেট্রোরেল পরিচ্ছন্ন রাখতে হবে।

করপোরেশন সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে আমেরিকার মিশিগানের ডেট্রয়েড সিটির সঙ্গে ডিএনসিসির পারস্পারিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক সই। এর ফলে সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠবে। জয়েন্ট ভেন্চারে ব্যবসা বাণিজ্য প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। সর্বোপরি, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।

সভায় ডিএনসিসির আওতাধীন এলাকায় দুই লাখের অধিক বৃক্ষ রোপণ কার্যক্রম বাস্তবায়ন করতে শক্তি ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ বিভাগীয় প্রধান এবং ডিএনসিসির সব কাউন্সিলরগণ।

বাংলাদেশ সময়: ১৮:২৭:২৪   ২১০ বার পঠিত