রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

বেড়েছে রাত-দিনের তাপমাত্রা, কমেনি ভোগান্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেড়েছে রাত-দিনের তাপমাত্রা, কমেনি ভোগান্তি
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



বেড়েছে রাত-দিনের তাপমাত্রা, কমেনি ভোগান্তি

মৌলভীবাজারে রাত ও দিনের তাপমাত্রা বেড়েছে। তবে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা কমেনি। এতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) সকালে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত কয়েক দিন ধরে এ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা বাড়লেও কুয়াশা ও শীতের তীব্রতা কমেনি।

বাংলাদেশ সময়: ১২:১৯:১৩   ২১৬ বার পঠিত