রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

সিরি-আ: ডানিলোর একমাত্র গোলে জুভেন্টাসের জয়

প্রথম পাতা » খেলাধুলা » সিরি-আ: ডানিলোর একমাত্র গোলে জুভেন্টাসের জয়
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



সিরি-আ: ডানিলোর একমাত্র গোলে জুভেন্টাসের জয়

ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডানিলোর একমাত্র গোলে শনিবার উদিনেসকে সিরি-আ লিগে পরাজিত করেছে জুভেন্টাস। এই জয় দিয়ে সদ্য প্রয়াত সাবেক অধিনায়ক গিয়ানলুকা ভিয়ালির প্রতি শ্রদ্ধা জানালো তুরিনের জায়ান্টরা। পাশাপাশি এই জয়ে এসি মিলানকে হটিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস।
মাসিমিলিয়ানো আলেগ্রির দল জুভেন্টাস এক পয়েন্টের ব্যবধানে মিলানকে পিছনে ফেলেছে। কাল ঘরের মাঠ আলিয়াঁজ স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে ডানিলোর দারুন এক গোলে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। এনিয়ে লিগে টানা আট ম্যাচে জয় তুলে নিল জুভেন্টাস। এই ম্যাচগুলোতে জুভেন্টাস কোন গোল হজম করেনি। ফেডেরিকো চিয়েসার দারুন এক নিয়ন্ত্রিন বল পেয়ে যান আরেক বদলী খেলোয়াড় লিনড্রো পারেডেস। তার চিপেই ডানিলো নিখুঁত শটে লক্ষভেদ হয়। টেবিলের অষ্টম স্থানে থাকা উদিনেসের বিপক্ষে কাল এই একটি ভাল সুযোগ তৈরী করতে পেরেছিল স্বাগতিকরা, আর সেটি কাজে লাগিয়ে এগিয়ে যায়। দলের তারকা স্ট্রাইকার জেরার্ড ডিলোফের অনুপস্থিতি আরো একবার অনুভব করেছে নয় ম্যাচে জয়বিহীন থাকা উদিনেস।
আগামী শুক্রবার জুভেন্টাস টেবিলের শীর্ষে থাকা নাপোলি সফরে যাবে।
ইতালিয়ান ফরোয়ার্ড চিয়েসা বলেছেন, ‘জয়ের পর প্রথমেই আমার গিয়ানলুকা ভিয়ালির কথা মনে হয়েছে। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। আমার জীবনে তার মত মানুষের সান্নিধ্য পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকের এই জয়টা তাকে উৎস্বর্গ করা হয়েছে।’
ইতালিয়ান সাবেক ডিফেন্ডার আর্নেস্টো কাস্টানোর প্রতি শ্রদ্ধা জানিয়েছে জুভেন্টাস। ৮৩ বছর বয়সে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন কাস্টানো। ৬০’র দশকে জুভেন্টাসের হয়ে কাস্টানো তিনটি সিরি-আ শিরোপা জয় করেছেন। ১৯৬৮ সাথে ইউরোপীয়া চ্যাম্পিয়নশীপ জয়ী কাস্টানো ইতালিয়ান ফুটবলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য।
দিনের আরেক ম্যাচে উজ্জীবিত মোঞ্জার সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ইন্টার মিলান। স্টপেজ টাইমে আত্মঘাতি গোলে ইন্টারের জয় হাতছাড়া হয়। সিরি- আ মৌসুমে প্রথমবারের মত খেলতে এসেই দারুন ছন্দে রয়েছে মোঞ্জা। বর্তমানে রেলিগেশন জোন থেকে নয় পয়েন্ট উপরে উঠে তারা টেবিলের ১৪তম স্থানে রয়েছে। ডেনজেল ডামফ্রাইসের ইনজুরি টাইমের আত্মঘাতি গোলে মোঞ্জার গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত হয়। ইন্টারের কোচ সিমোনে ইনজাগি অবশ্য ম্যাচ শেষে ভিএআর প্রযুক্তির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ফ্রান্সেসকো আকার্বির গোলে ইন্টার ৩-১ গোলে লিড নিলেও রেফারি হুয়ান লুকা সাচ্চি ফাউল দিলে তা ভিএআর প্রযুক্তি সঠিক বলে সিদ্ধান্ত দেয়।
ম্যাচ শেষে ইনজাগি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমরা সত্যিকার অর্থেই দারুন হতাশ। কারন এটা স্পষ্টভাবে তাদের ভুল ছিল। ভিএআর প্রযুক্তির বয়স পাঁচ বছর হয়ে গেলেও সবাই দেখেছে আজ কি হয়েছে।’
মোঞ্জার মাঠে মাতেও ডারমেইনের গেলে ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারী ইন্টার। মিনিটখানেকের মধ্যে প্যাট্রিক কিউরিয়ার গোলে সমতায় ফিরে মোঞ্জা। ২২ মিনিটে লটারো মার্টিনেজ আবারো ইন্টারকে এগিয়ে দেন। কিন্তু ইনজুরি টাইমে ডামফ্রাইসের আত্মঘাতি গোলে ইন্টারের জয় হাতছাড়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০২   ১৯০ বার পঠিত