রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

ওসমানী বিমানবন্দরে ই-গেইটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওসমানী বিমানবন্দরে ই-গেইটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



ওসমানী বিমানবন্দরে ই-গেইটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ই-গেইট (ইলেকট্রনিক গেট)।

রবিবার পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. একে. আব্দুল মোমেন ৬টি ই-গেইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী বলেন, ই-গেইট চালু হওয়ায় অনেক উপকার হবে। বিশেষ করে প্রবাসীরা দেশে এলে নানা দুর্ভোগের মুখে পড়েন। এখন এ দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

পাসপোর্টের জন্য সাধারণ মানুষের হাহাকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সময় মতো পাসপোর্ট না পেলে জনগণ নানা অভিযোগ করেন। তাদের অনেক অভিযোগ সত্য এবং অনেক অভিযোগের আবার সত্যতা থাকে না। তিনি সিলেটে আরেকটি পাসপোর্ট অফিস করার তাগিদ দেন।

ই-পাসপোর্টধারীদের জন্য স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সেবা দিতে এই বিমানবন্দরে বসানো হয়েছে ছয়টি ই-গেট (ইলেকট্রনিক গেট )। এরই মধ্যে ছয়টি ই-গেট মেশিন স্থাপন করা হয়েছে যার ফলে ইমিগ্রেশন সম্পন্ন করতে মাত্র ১৮ সেকেন্ড সময় ব্যয় হবে বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।

এ সময় বক্তব্য রাখেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচাল মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন শেখ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৮   ২১৭ বার পঠিত