বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

সোনারগাঁওয়ে অমল পোদ্দার সিআইপিকে সংবর্ধনা ও ভবন উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁওয়ে অমল পোদ্দার সিআইপিকে সংবর্ধনা ও ভবন উদ্বোধন
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



সোনারগাঁওয়ে অমল পোদ্দার সিআইপিকে সংবর্ধনা ও ভবন উদ্বোধন

পোশাক শিল্পে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্মানসূচক পদক লাভ করায় বাবু অমল পোদ্দার সিআইপিকে বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি অর্থায়নে নির্মিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের শুভ উদ্বোধন ও বাবু অমল পোদ্দার সিআইপি কর্তৃক নিজস্ব অর্থায়নে ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পানাম গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান-উল-ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ আব্দুল হাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পানাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক বাবু আবির পোদ্দার, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মালিবাগ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম মোতালেব হোসেন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট জহিরুল ইসলাম মোল্লা, মনিরুজ্জামান ভূঁইয়া লিটন, বদিউজ্জামান বদরুল, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৫   ২৪৫ বার পঠিত