বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৩: একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম অংশগ্রহণ করেন।

বৈঠকে সাতক্ষীরা জেলার পোল্ডার নং-১,২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর অগ্রগতি, ঠাকুরগাঁও জেলার তীরনই নদী খনন কার্যক্রমের বর্তমান অবস্থা ও Haor Flood Management and Livelihood Improvement Project (BWDB) এর অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি নদী খনন কার্যক্রমের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করে।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কর্মকর্তাবৃন্দ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৯   ২১১ বার পঠিত