আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় দল।
আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে দলের সংসদীয় দলের ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, সরকারি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় সংসদের উপনেতা হিসেবে সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ওই প্রস্তাবে সমর্থন জানান সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এরপর সর্বসম্মতিতে প্রস্তাবটি পাস হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি উপনেতা হচ্ছেন, এটাই ফাইনাল। সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।’
উল্লেখ্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে ওই সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানালে তিনি তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয়ের সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
বাংলাদেশ সময়: ২৩:১৭:০৭ ১৯২ বার পঠিত