রাজশাহী, ১৩ জানুয়ারি ২০২৩ : আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু রাজশাহীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া পাঠ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য এ. এইচ. এম কামারুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয় এবং ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব বিরোধী গণআন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. জোহাকে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৭:০৭ ২৫১ বার পঠিত