রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ 
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ 

ঢাকা, ১৫ জানুয়ারী, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭ তম বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ. ফ. ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগির আলমাহি এরশাদ ও মোঃ আমিরুল আলম মিলন অংশ গ্রহণ করেন।

বৈঠকে “বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৩” বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্য সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

কমিটি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে, সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা পাওয়ার লক্ষ্যে চিকিৎসকদের অধিকতর মনোযোগী হওয়ার জন্য এবং জটিল রোগের চিকিৎসার মান উন্নয়নে বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ প্রদান করে।

সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৬   ১৯৩ বার পঠিত