শরীয়তপুরের জাজিরায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাদের আত্মীয় ফজলে রাব্বী (২৮), নবচেতনা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্স চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)।
শরীয়তপুর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বরিশাল থেকে ভোরে অ্যাম্বুলেন্সটি নারী রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে নওডোবা এলাকায় এলপি গ্যাসবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্স থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক সুরজ মিয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্র্যাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১:৫৩:৫১ ২৩৮ বার পঠিত #অ্যাম্বুলেন্স #ট্রাক #শরীয়তপুর