নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, বগুড়ার শূন্য দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই উপ-নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথির নির্বাচন কমিশনার তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইসি। কেউ এর ব্যত্যয় ঘটাতে চাইলে সর্বোচ্চ কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় তাহলে ইসির কিছুই করার থাকবে না। সংবিধান অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
মতবিনিময় সভায় বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মাহমুদুল হাসান, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:০৯ ১৬৬ বার পঠিত