ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানী কিয়েভ থেকে দূরে ব্রোভারি শহরে একটি স্কুল ভবনের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আকাশ অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল । হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে শিশুদের স্কুলে আঘাত করেছিল।
দেশটির ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিলিমেনকো বিবিসিকে জানান, আমরা যতটুকু জানি স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসট্রাইরিস্কি,উপ-স্বরাষ্ট্রমন্ত্রী,বেশ কয়েক উর্ধতন কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই স্কুল ভবন থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলের ভবন থেকে শিশু ও কর্মীদের সরিয়ে নিতে উদ্ধারকাজ পরিচালনা করছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত সরকারিভাবে কিছু জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৫:২১:৩৪ ১৮৩ বার পঠিত