বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

পশ্চিমবঙ্গের বারাসাতে বইমেলার উদ্বোধন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গের বারাসাতে বইমেলার উদ্বোধন
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



পশ্চিমবঙ্গের বারাসাতে বইমেলার উদ্বোধন

নতুন লেখক না তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। যদিও তিনি মনে করেন, বাংলাদেশ থেকে নতুন লেখক তৈরি হচ্ছে। তবে আশঙ্কাও দেখছেন মোবাইল প্রযুক্তির কারণে বইয়ের পাঠক কমে যাওয়ার।

চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা। এর আগেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গেল স্থানীয়ভাবে বইমেলা উৎসবের। মঙ্গলবার (১৭ জানুয়ারি) কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত বইমেলার উদ্বোধন করেছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

এ সময় বইমেলা নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান শীর্ষেন্দু।বাংলাদেশের ভূয়সী প্রসংশাও করেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশের মানুষ খুব বই পড়ে। বিষয়টি বাংলাদেশে যেয়ে বুঝতে পেরেছি। পশ্চিমবঙ্গের চেয়ে পাঁচগুণ বেশি পাঠক।

জীবনের যে গুরুত্ব সেটা সোশ্যাল মিডিয়াতে নয় বরং তা খুঁজে পাওয়া যাবে বইয়ের পাতায় বলে মনে করেন ভারতের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ সাংসদ কাকলী ঘোষ দোস্তিদার। তিনি বলেন, জীবনের যে রস তা খুঁজে পাওয়া যাবে বইয়ের পাতায়।

বারাসাত পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো বইমেলার যাত্রা শুরু হলো এবার। মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৫৯   ২৫৫ বার পঠিত