চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচের আগে টস জিতে নিয়েছেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী। তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে চট্টগ্রাম প্রথমে ব্যাটিংয়ে নামবে।
শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।
খুলনা টাইগার্স একাদশ: তামিম ইকবাল, মুনীম শাহরিয়ার, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, আজম খান, আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, পল ভ্যান মিকেরেন, ওয়াহাব রিয়াজ ও নাসুম আহমেদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান, ম্যাক্স ও’ডড, আফিফ হোসেন, দাউরিস রাসুলি, জিয়াউর রহমান, শুভাগত হোম, খাজা নাফাই, ফরহাদ রেজা, মেহেদি হাসান রানা, নিহাদুজ্জামান ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪:২৪:৫১ ১৬৫ বার পঠিত