বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৪৯. আর তাদের মধ্যে কেউ কেউ এমনও আছে যে বলে, ‘আমাকে (যুদ্ধে গমন না করার) অনুমতি দিন এবং আমাকে বিপদে ফেলবেন না।’ ভালরূপে বুঝে নাও যে, তারা তো বিপদে পড়েই আছে। আর নিশ্চয় জাহান্নাম এই কাফেরদের বেষ্টন করবেই।
৫০. যদি তোমার প্রতি কোন কল্যাণ উপস্থিত হয় তাহলে তা তাদেরকে কষ্ট দেয় আর যদি তোমার উপর কোন বিপদ এসে পড়ে, তখন তারা বলে‘আমরা তো প্রথম থেকেই নিজেদের জন্য সাবধানতার পথ অবলম্বন করেছিলাম’ এবং তারা খুশী হয়ে চলে যায়।
আল হাদিস
দ্বীন সহজ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দ্বীন সহজ, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে বেশী কড়াকড়ি করে, তাকে দ্বীন অবশ্যই পরাজিত করে দেয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন কর এবং কাছাকাছি হও। আর হাসিমুখ নিয়ে থাক। আর সকাল-বিকাল ও রাতের কিছু অংশ (ইবাদাতের মাধ্যমে) সাহায্য প্রার্থনা কর।”
[বুখারী: ৩৯]
বাংলাদেশ সময়: ০:০৯:৪৪ ২০২ বার পঠিত