নেপালের নাওয়ালপুর (পশ্চিম) জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৫ ভারতীয় তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে জেলার পালিনন্দন পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভারতীয় নম্বরপ্লেটযুক্ত একটি বাস ভারতীয় বেশ কয়েকজন তীর্থযাত্রী বহন করছিল। বাসটির যাত্রীরা নারয়ণী নদী বা কালী গণ্ডকী নদী থেকে পবিত্র স্নান সেরে ফিরছিলেন। পথিমধ্যে গাড়ি ব্রেকফেলের কারণে পালিনন্দন পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।
জেলার পুলিশ সুপার ভোজ রাজ পান্ডে বলেছেন, ‘আহতরা স্থানীয় পরাসরের পৃথ্বী চন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
পুলিশ আরও জানিয়েছে, বাসটিতে মোট ৬৫ জন যাত্রী ছিল। প্রতি বছর ভারত থেকে হাজারো মানুষ পবিত্র স্নানের জন্য নেপালের কালী গণ্ডকী নদীতে আসেন। একই সঙ্গে নদীতীরে আয়োজিত মেলায়ও যোগ দেয় বিপুলসংখ্যক মানুষ।