শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠতম দেশ : সহকারী হাইকমিশনার মনোজ কুমার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠতম দেশ : সহকারী হাইকমিশনার মনোজ কুমার
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠতম দেশ : সহকারী হাইকমিশনার মনোজ কুমার

জয়পুরহাটে সনাতন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভারতের সহকারি হাই কমিশনার (রাজশাহী) মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির শ্রেষ্ঠতম দেশ।
আজ শুক্রবার জয়পুরহাট শিবমন্দির চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী হাইকমিশনার এসব কথা বলেন। জয়পুরহাট সনাতন পরিবার শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনগণের পাশে থাকতে পেরে ভারতের জনগন গর্ববোধ করে। দু’দেশের মধ্যে সুসম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সব সময় বাংলাদেশের পাশে থেকে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়াল প্রমূখ।
জয়পুরহাট সনাতন পরিবারের সভাপতি জীবন কুমার (মিলন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে শতাধিক অসহায় ও দুস্থ সনাতন সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পরে কেন্দ্রীয় বারোয়ারি মন্দির চত্বরে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে যোগদান করেন ভারতের সহকারি হাই কমিশনার। সেখানেও তিনি সনাতন সম্প্রদায়ের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:০১   ১৬৭ বার পঠিত