যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ডেট্রয়েট সিটি হলে এই সমঝোতায় স্বাক্ষর করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও ডেট্রয়েটের মেয়র মাইক ই ডাগান।
এই চুক্তির আওতায় নগরের পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজসহ নগর উন্নয়নের সবগুলো সেক্টরে সহায়তা করবে ডেট্রয়েট। এর মাধ্যমে ঢাকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করেন মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, এই চুক্তি আধুনিক ঢাকা গড়তে যেমন সহায়তা করবে তেমনই শুধু ডেট্রয়েটই নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে।
ডেট্রয়েট সিটির মেয়র ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবেন বলেও নিশ্চিত করেছেন ডিএনসিসি মেয়র।
বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৮ ২০৫ বার পঠিত