বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৬১. আর তাদের মধ্যে এমন কতিপয় লোক আছে, যারা নবীকে কষ্ট দেয় এবং বলে, ‘তিনি প্রত্যেক কথায় কর্ণপাত করে থাকেন।’ বলে দাওÑ ‘এ নবী তো কর্ণপাত করে থাকে সেই কথাতেই যা তোমাদের জন্য কল্যাণকরÑ সে আল্লাহর প্রতি ঈমান আনে, আর মুমিনদের বিশ্বাস করে, আর সে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য রহমতস্বরূপ। আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।
আল হাদিস
শোয়ার সময় তাকবীর ও তাসবীহ পাঠ করা
আলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু ‘আনহা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি চাকর চাইলে তিনি বললেন: ‘আমি কি তোমাদের দু’জনকে এমন জিনিস বলে দেব না, যা তোমাদের জন্য চাকরের চেয়েও উত্তম? তোমরা যখন বিছানায় শুতে যাবে অথবা শয্যা গ্রহণ করবে, তখন ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহান আল্লাহ্ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ্ পড়বে। এটা তোমাদের জন্য চাকরের চেয়েও উত্তম।
বাংলাদেশ সময়: ০:০৩:৫৮ ২০৯ বার পঠিত