মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৫১. বল, ‘আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তা ছাড়া অন্য কোন বিপদ আমাদের উপর আপতিত হবে না, তিনিই আমাদের কর্মবিধায়ক, আর সকল মুমিনের কর্তব্য হল, তারা যেন নিজেদের যাবতীয় কাজে আল্লাহর উপরই নির্ভর করে।’
৫২. বল, ‘তোমরা তো আমাদের জন্য দুটি মঙ্গলের মধ্যে একটি মঙ্গলের অপেক্ষায় রয়েছ; আর আমরা তোমাদের জন্য এ অপেক্ষা করছি যে, আল্লাহ তোমাদের উপর কোন শাস্তি দান করবেন নিজের পক্ষ হতে অথবা আমাদের হাত দ্বারা। অতএব, তোমরা অপেক্ষা করতে থাক, আমরাও তোমাদের সাথে অপেক্ষমান রইলাম।’

আল হাদিস
শ্রমার্জিত আয় সর্বোত্তম
মিকদাদ বিন মা’দীকারিব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “কখনো কেউ তার হাতের কামাইয়ের চেয়ে উত্তম খাদ্য খায়নি। আল্লাহর নবী দাউদ ‘আলাইহিস্ সালাম স্বহস্তে রোজগার করে খেতেন।”
[বুখারী: ২০৭২]

বাংলাদেশ সময়: ০:১১:০১   ১৮০ বার পঠিত