বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে পাঁচ বছরের শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে পাঁচ বছরের শিশুর মৃত্যু
বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে পাঁচ বছরের শিশুর মৃত্যু

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কা লেগে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে পৌর সভার বলারদিয়ার চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু বলার দিয়ার গ্রামের হোটেল ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে হ্নদয় হাসান। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, নিহত হ্নদয় হাসান বুধবার সকালে বড়বোন সুমীর সাথে বলারদিয়ার চৌধুরী মোড়ে ব্র্যাক স্কুল থেকে বাড়ী ফিরছিল। এ সময় রাস্তা পারা হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে হ্নদয় হাসান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হ্নদয় হাসানের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৬   ২০১ বার পঠিত