মার্সেইয়ের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি মেসি ও নেইমার, তাইতো লিগ ওয়ান থেকে বিদায় নিতে হলো শিরোপার দাবিদার পিএসজিকে।
ঘরের মাঠে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ২-১ গোলে হেরেছে তারকা সমৃদ্ধ দলটি।
এদিন খেলায় লিগের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। তার অভাবটা ভালোই বোধ করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
দলের তারকা ফুটবলার মেসি, নেইমার ও সার্জিও রামোস জেতাতে পারলেন না দলকে। যদিও খেলায় একমাত্র গোলটি সার্জিও রামোসই করেছেন। তিনিই অফসাইডের ভুলে দলকে গোল পাওয়া থেকে বঞ্চিত করেন।
পিএসজিকে বিদায় করে লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মার্সেই।
পেনাল্টিতে অ্যালেক্সিজ সানচেজের গোলে পিছিয়ে পরে পিএসজি। এরপর প্রথমার্ধের যোগ করা মিনিটে নেইমারের দারুণ একটি কর্নারে রামোসের হেডের গোলে সমতা ফেরায় পিএসজি।
দ্বিতয়ার্ধের ৫৭তম মিনিটে রুসলান মালিনোভস্কির বুলেট গতির শট পিএসজির জাল খুঁজে নেয়। এরপর যোগ করা সময়ে রামোসের অফসাইড ভুলে একটি সুবর্ণ সুযোগ নষ্ট হলে খেলায় হেরে যায় পিএসজি।
বাংলাদেশ সময়: ১১:৪৪:১৯ ১৫৪ বার পঠিত