শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

ক্লাব বিশ্বকাপে নিজেদের রেকর্ড ভাংতে চায় রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » ক্লাব বিশ্বকাপে নিজেদের রেকর্ড ভাংতে চায় রিয়াল মাদ্রিদ
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



ক্লাব বিশ্বকাপে নিজেদের রেকর্ড ভাংতে চায় রিয়াল মাদ্রিদ

রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মরক্কোয় ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি জায়ান্ট আল হিলালের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে রেকর্ড চারটি শিরোপা জয় করেছে ইউরোপ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
উরুর ইনজুরির কারণে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে পারেননি অধিনায়ক বেনজেমা। তারপরও রিয়াল মাদ্রিদ প্রমান করেছে অভিজ্ঞ ওই তারকাকে ছাড়াও তারা জয়লাভ করতে পারে। এর আগে বুধবার সেমিফাইনালে মিশরের আল আহলির বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি।
কিছুটা বাজেভাবে চলতি মৌসুম শুরু করলেও পঞ্চম বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কার্লো আনচেলোত্তির শিষ্যরা। ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে না পারলেও ফাইনালের আগে আজ দলীয় অনুশীলনের সময় স্কোয়াডের সঙ্গেই ছিলেন বেনজেমা। আনচেলোত্তির অধীনে এর আগে ২০১৪ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেছিল লস ব্লাঙ্কোসরা। ওই সময় প্রথম দফায় ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন আনচেলোত্তি। এরপর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পরপর ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে রিয়ালের হয়ে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এবং ফেডে ভালভার্দে। বেঞ্চ থেকে এসে দলটির হয়ে গোল করেন তরুণ তারকা সার্জিও আরিবাস । ওই ম্যাচে মাদ্রিদের সেরা দলটি নামানো হয়নি। তারপরও ১০ বারের আফ্রিকান চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ীদের উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে বেগ পেতে হয়নি রিয়ালকে।
আনচেলোত্তি বলেছেন, বেনজেমার ইনজুরি খুব একটা গুরুতর নয়। তবে খেলার জন্য ফিট থাকলেও শুরুতে ব্যালন ডি’অর খেতাব পাওয়া তারকাকে মাঠে নামাতে চাননা তিনি। কারণ আগের ম্যাচে (বেনজেমাকে ছাড়াই) দল বেশ আগ্রাসী পারফর্মেন্স করেছে।
গত জানুয়ারিতে বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ সুপার কাপ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। এমনকি লা লিগায়ও টেবিল টপার চিরপ্রতিদ্বন্দ্বি কাতালান জায়ান্টদের চেয়ে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে আনচেলোত্তির শিষ্যরা। যে কারণে গত আগস্টের ইউরোপীয় সুপার কাপের শিরোপা জয়ের পর মৌসুমের দ্বিতীয় ট্রফি হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে মনোবল বাড়বে মাদ্রিদ জায়ান্টদের।
এদিকে অপর সেমিফাইনালে কোপা লিবার্তোদোরেস বিজয়ী ফ্লামেঙ্গোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আল হিলাল। ২০১৯ ও ২০২১ সালে চতুর্থ হওয়া ২০২১ সালের এশিয়ান কাপ চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছে।
আনচেলোত্তি বলেন,‘ দলটিকে আমাদের অবশ্যই সমীহ করতে হবে। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে এবং দলগত ফুটবল খেলে। আমাদের মতো তারাও ফাইনালে লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। ফুটবলে এখন পরিবর্তন আসছে। কারণ বিশ্বব্যাপী প্রচুর দল রয়েছে যারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ন, লড়কু এবং জয়লাভও করে।’

বাংলাদেশ সময়: ১৮:৫৭:২৪   ১৫২ বার পঠিত