শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

বিরামপুর স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরামপুর স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে রেলমন্ত্রী
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



বিরামপুর স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে রেলমন্ত্রী

দিনাজপুরের বিরামপুরে ৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নামাজ শেষে তিনি স্টেশনে আসেন। এ সময় বিরামপুর ডাকবাংলোতে তাকে গার্ড অব অনার দেয় বিরামপুর থানা পুলিশ। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া বিরামপুরবাসীর পক্ষ থেকে মন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী।

পরিদর্শনকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘সারা দেশেই রেলের উন্নয়ন কাজ চলমান আছে। আমদানিকারক ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিরামপুর স্টেশনে ইয়ার্ড তৈরি করা হবে। এখান থেকে মালামাল ট্রাকযোগে দেশের বিভিন্ন জায়গায় যাবে। উত্তরাঞ্চলের সব জেলাতেই রেলের ডাবল লাইন হবে। সেই প্রকল্পও আমরা অতি শিগগিরই চালু করব। এতে করে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের সঙ্গেও আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও ত্বরান্বিত হবে।’

পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী রেলওয়ে পশ্চিমের চিফ ইঞ্জিনিয়ার আসাদুল হক, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিছুর রহমান, বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার এবং বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৭   ১৬৬ বার পঠিত