রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

নেত্রকোনায় শ্বাসরোধে গৃহবধূ হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোনায় শ্বাসরোধে গৃহবধূ হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



নেত্রকোনায় শ্বাসরোধে গৃহবধূ হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যৌতুকের জন্য স্বামী-শাশুড়িদের হাতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলার ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাদ্দাম হোসেন (২৩) ও মো. শাহ আলম (৩২)। তাদেরকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দুদিন আগে নিহতের মা বাদী হয়ে গৃহবধূর স্বামীসহ ৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, নিহতের ভাসুর, শাশুড়ি, ননাস ও ননাসের জামাই।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আসামিরা গৃহবধূকে যৌতুকের জন্য বসতঘরের দরজা-জানলা বন্ধ করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহতের মা সংবাদ পেয়ে ভোরবেলা লোকজন নিয়ে আসামিদের বাড়িতে আসার পূর্বেই গৃহবধূকে হত্যা করে আসামিরা পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে হত্যাকারীদের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৮   ১৮১ বার পঠিত